¡Sorpréndeme!

Arup Chakraborty: এবার দলের একাংশকে নিশানা বাঁকুড়ার তৃণমূল সাংসদের | ABP Ananda LIVE

2025-04-18 0 Dailymotion

ABP Ananda LIVE: এবার দলের একাংশকে নিশানা বাঁকুড়ার তৃণমূল সাংসদের । পঞ্চায়েত থেকে জেলাস্তরের কর্মীদের হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তী । 'পঞ্চায়েতে যাঁরা গেছেন, তাঁরা ভাবছেন, আমি পঞ্চায়েতটা চালালেই হবে' । 'আমার দলের দিকে মুখ না ঘোরালেও হবে' । 'এই জিনিস কিন্তু চলবে না' । 'পঞ্চায়েত সমিতিতে যাঁরা আছেন, তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন' । 'তাঁদেরও বেশিদিন থাকার অধিকার থাকবে না', মন্তব্য তৃণমূল সাংসদের